বাংলার নিজের খবর,বাঙালির খবর

কুমন্ডলী, ঘন্টা বাজিয়ে দীঘাতে প্রতিবাদ ব্রাহ্মণদের।

আর.জি.করের নৃশংস ঘটনায় সারা বিশ্ব যখন তোলপাড়, পিছিয়ে থাকেননি ব্রাহ্মণরাও। পশ্চিমবঙ্গ ‘সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট’ -এর পক্ষ থেকে বিশ্ববাংলা পার্ক হতে নিউ দিঘা পর্যন্ত এক শোভাযাত্রা করা হয়। হাতে কুমন্ডলী এবং ঘণ্টা বাজাতে বাজাতে এদিন পথে হাঁটেন ব্রাহ্মণরা।

 

পরে নিউ দিঘার আদি জগন্নাথ মন্দিরে প্রায় সহস্রাধিক পুরোহিতের উপস্থিতিতে সমুদ্রসৈকতে নির্যাতিতা ডাক্তারের শান্তিকামনায় সমুদ্রবক্ষে আরতি করেন তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ‘সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট’ রাজ্য কমিটির সভাপতি- শ্রী কিশোরীচরণ মিশ্র, রাজ্য কমিটির সম্পাদক-শ্রী তপন কুমার মিশ্র সহ একাধিক ধর্মাবলম্বী ব্যক্তিত্বগণ।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News