আসানসোল :- গোপনসূত্রে খবর পেয়ে, কাঠমিলে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বেআইনিভাবে কাটা গাছ বাজেয়াপ্ত করল বনদপ্তর। আসানসোলের জামুরিয়ার কুয়া মোড়ের ঘটনা।এর পাশাপাশি কাঠ কাটার একটি মেসিন সিল করেছে বনদপ্তর। গোরান্ডী বনদপ্তরের বিট অফিসার সুমন্ত দাস জানান,” বনদপ্তরের অনুমতি না নিয়ে বেআইনিভাবে কাটা গাছের কাঠ মজুত ছিল এই কাঠমিলে।
গোপনসূত্রে খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে বনদপ্তর অভিযান চালিয়ে সেই কাটা কাঠগুলি বাজেয়াপ্ত করেছে। বনদপ্তরের দাবি এই কাঠমিলে ছোট মেশিন দিয়ে কাঠ কাটার অনুমতি ছিল। কিন্তু বড় মেশিন ব্যবহার করা হচ্ছিল। তাই ওই মেশিনটি সিল করা হয়েছে। যদিও কাঠমিলের মালিক রাজেশ ভান্ডারি জানান- “কাঠ মিল চালানোর প্রয়োজনীয় নথিপত্র রয়েছে।এমনকি যে কাঠ কেনা হয়েছে তারও নথি রয়েছে।”