বাংলার নিজের খবর,বাঙালির খবর

ব্রিজ সংযোগকারী রাস্তায় বিশালাকার ফাটল। গঙ্গার জল মিশেছে রাস্তায়

মানিকচক,মালদা : বন্যা কবলিত মালদার মানিকচকের ভূতনী এলাকায় ভূতনী ব্রিজের সংযোগকারী রাস্তায় বিশালাকার ফাটল। প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, বর্তমানে গঙ্গার জলে ভাসছে গোটা ভূতনী এলাকা।

 

গঙ্গার জল এসে লেগেছে ভূতনী ব্রীজের কাছাকাছি এলাকায়। যা নজরে আসতেই এদিন ভূতনীবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। এলাকাবাসীর বক্তব্য বন্যার জলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই রাস্তা দ্রুত মেরামত করার উদ্যোগ না নিলে যেকোন সময় ধসে পড়তে পারে। তাই প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News