মাটি ফেটে বেরোচ্ছে ধোঁয়া। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার কেন্দার ধাওড়া পাড়ার ঘটনা। এলাকাবাসীরা জানান এই এলাকায় ইসিএলের ওয়েস্ট কেন্দা খোলামুখ খনি রয়েছে। শুক্রবার গভীর রাত থেকেই খোলামুখ খনির পাশ থেকে মাটি ফেটে ধোঁয়া বেরোচ্ছে। এই ঘটনায় এলাকার বসবাসকারী মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে।
প্রসঙ্গত এর আগেও এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে।বারবার এই ঘটনায় আতঙ্কিত মানুষ। তাদের দাবি অবিলম্বে পুর্নবাসন দেওয়া হোক। তাদের অভিযোগ কলিয়ারি কর্তৃপক্ষ বা রাজ্যপ্রশাসন বা রাজনৈতিক নেতারা কেও তাদের পাশে সেভাবে দাঁড়াচ্ছেনা। তারা কি করবে বুঝতে পারছে না। এইভাবে ধোঁয়া বেরোনোর জন্য তাদের সরিয়ে অন্যত্র থাকার ব্যবস্থা করছে সাময়িক ভাবে।।