দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বিভিন্নপ্রান্তে আবারো আবহাওয়া দপ্তরের অশনি সংকেত। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া ।সোমবার সকাল থেকে গঙ্গাসাগর সহ বিভিন্ন উপকূলীয় থানা এলাকায় মাইক প্রচার শুরু হয় প্রশাসনের।
বেশ কয়েকদিন ধরেই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে সমুদ্র উপকূলে নোঙর করেছে। ইচ্ছা ছিল সোমবার সকাল থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেবে। কিন্তু তা আর হলনা আবহাওয়ার ভোলবদলে। আবারো প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা।
চলছে মাইক প্রচার। ঘোষণা করা হচ্ছে, আবহাওয়া দপ্তর সূত্র মারফত -চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পর্যটকরা এবং গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যায়, তাদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই।