বাঁকুড়া : কোতুলপুর গ্রামীন হাসপাতাল চত্বরকে ধীরে ধীরে গ্রাস করেছিল সারি সারি আগাছা। যার ফলে হাসপাতাল চত্বর হয়ে উঠছিল একটি অস্বাস্থ্যকর পরিবেশ। হঠাৎ করে একদিন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হাসপাতালে এসে আগাছার বারবারন্ত দেখতে পায়।
এরপরেই তিনি ভাবতে থাকেন কিভাবে এই আগাছা দমন করা যায়। এবার তার নির্দেশেই, কোতুলপুর থানার কিছু অংশের সিভিক ভলেন্টিয়াররা হাসপাতাল চত্ত্বর এলাকায় যায় এবং আগাছা কেটে পরিষ্কার করে। পরিষ্কার করে দেয় হাসপাতাল চত্বরে একাধিক নিকাশিনালাও। সিভিকদের এই সাফাই অভিযানে হাসপাতাল চত্বর রীতিমতো ঝা-চকচকে হয়ে ওঠে। যাতে খুশি এলাকার সাধারণ মানুষ।