নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মালদা ইংরেজবাজার থানা এলাকার ঘটনা। থানায় অভিযোগ। ঘটনার একমাস পরেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। নাবালিকার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী এক যুবক তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং প্রত্যেক মুহূর্তের ভিডিও করে রাখে। এরপর ওই ভিডিও দেখিয়ে তাকে বারবার ব্ল্যাকমেইল করা হয়, দিনের পর দিন ধর্ষণ করা হয়।
এনিয়ে প্রতিবাদ করতে গেলে তাকে মারধরও করা হয়। এরপর সমস্ত ঘটনা সে তার পরিবারকে জানায়। ব্যবস্থা নেয়নি পুলিশ বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে ।এই ঘটনা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, বর্তমান সরকারের আমলে পুলিশ কোন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আর সেই কারণেই অপরাধীরা, একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারই প্রতিচ্ছবি এই ঘটনা বলে দাবি করেন বিজেপিদল। আইনের পথে চলা হবে, অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিজেপিকে কটাক্ষ তৃণমূলের।