বাংলার নিজের খবর,বাঙালির খবর

প্রতীকী প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে অভিনব পুজোর থিম কেষ্টপুরে

কেষ্টপুর : পুজো হোক। নির্যাতিতার ন্যায়বিচার চেয়ে প্রতিবাদ হোক। মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করা হোক। এই তিন ভাবনাকে সামনে রেখে রবিবার ২৫শে আগস্ট, নিজেদের এবারের শারদোৎসব এর থিম সামনে আনল কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘ। মুখ্যমন্ত্রীর দুর্গাপুজোর অনুদান ৮৫০০০ টাকা এবছর নারীসুরক্ষা তহবিলে বিনিয়োগ করছেন উদ্যোক্তারা।

 

এই তহবিলের ৮৫ হাজার টাকায় —
১) এলাকায় নারী সুরক্ষা হেল্পলাইন ২৪×৭ চালু হবে।
২) গোটা পাড়ায় হাই ডেফিনিশন সিসিটিভি ক্যামেরা বসবে।
৩) পাড়ায় বিশেষ নাইট ক্যাব সার্ভিস চালু হবে।
৪) পাড়ার মেয়েদের বিনামূল্যে ক্যারাটে শেখানো হবে।
৫) রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত পাড়ায় বেসরকারি সংস্থার পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা হবে।
থিমের ঘোষণার আয়োজন যথাসম্ভব সংক্ষিপ্ত রেখে এদিন প্রতীকী প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবি উঠল ক্লাব থেকে। জীবন্ত দুর্গা মঞ্চেই বধ করল আর জি করের ধর্ষক – খুনী অসুর কে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News