পুরাণ রাজবাড়ির ‘সিংহ দুয়ার’কে এবারের পূজোমণ্ডপে থিম হিসেবে উপস্থাপিত করতে চলেছে মধ্য কোতুলপুর সার্বজনীন দূর্গোৎসব কমিটি। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের পরিচালনায় অষ্টম বর্ষের এই পূজোয় এবার বাজেট প্রায় দশ লক্ষ টাকা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, সোমবার জন্মাষ্টমীর সকালে খুঁটি পূজোর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাবতীয় প্রস্তুতির সূচনা হল।
মধ্য কোতুলপুর সার্বজনীন দূর্গোৎসব কমিটির তরফে আরও জানানো হয়েছে, এই এলাকায় বেশ কয়েকটি ‘বিগ বাজেটে’র পূজো হয়। এরইমধ্যে প্রতিবছর আমরা নিত্য নতুন থিমের মাধ্যমে দর্শনার্থীদের মনোরঞ্জন করার চেষ্টা করি। এবার হারানো ইতিহাসকে আরও একবার ছুঁয়ে দেখতে পুরাণ রাজবাড়ির সিংহদুয়ারকে থিম হিসেবে উপস্থাপনের কথা ভাবা হয়েছে। বিগতবছর গুলির মতো এবারও পূজোর দিনগুলিতে তাঁদের মণ্ডপে দর্শনার্থীদের ভীড় উপচে পড়বে বলে আশাবাদী মধ্য কোতুলপুর সার্বজনীন দূর্গোৎসব কমিটি।