বাংলার নিজের খবর,বাঙালির খবর

মায়াপুর ইসকন মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব

শ্রীকৃষ্ণের ৫২৫১ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নদীয়ার মায়াপুর ইসকনে মহাসমারহে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি । আজ সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং মঙ্গলবার পালন করা হবে নন্দ উৎসব। এই উপলক্ষে দেশ-বিদেশের প্রায় হাজার হাজার ভক্তবৃন্দ মায়াপুরের প্রধান কেন্দ্র ইসকনে এসে উপস্থিত হয়েছেন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে । জানা যায়, সেখানে তৈরি হচ্ছে এশিয়ার বৃহত্তম মন্দির, যে মন্দিরের চূড়ায় রয়েছে সোনায় মোড়ানো চক্র। বিদেশ থেকে আনা হয়েছিল এই তিনচক্র,,তারপর বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মন্দিরের মূল চূড়ায় সেই চক্র স্থাপন করা হয়।

 

শুধু জন্মাষ্টমী নয় সারাবছরই বিভিন্ন তিথিতে সুসজ্জিত হয়ে ওঠে ইসকন মন্দির। শ্রীকৃষ্ণের ভোগ নিবেদনে থাকে বিপুল আয়োজন, আর প্রত্যেকটি তিথিতেই লক্ষ লক্ষ দেশি-বিদেশি ভক্তদের সমাগম লেগেই থাকে। বিশেষ করে ঝুলনযাত্রা এক অন্যতম আকর্ষণ, তারপরেই শুরু হয় জন্মাষ্টমী তিথি। সোমবার সকাল থেকেই সাজো সাজো রব মায়াপুর ইসকন মন্দিরে।

 

যদিও নদী ঘাট গুলিতে জন্মাষ্টমী উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ইসকন কর্তৃপক্ষ। আগামীকাল নন্দ উৎসব হবে, সেখানেও দেখা যাবে অগণিত ভক্তদের ভিড়। সকাল থেকেই চলছে হরিনাম সংকীর্তন, কীর্তনের ছন্দে নাচে গানে মেতে উঠেছেন বিদেশি ভক্তরা যা এক অনন্য নজির হয়ে থাকবে। বিদেশি ভক্তদের আনাগোনা বাড়ছে মায়াপুরে, দীক্ষিত হচ্ছেন তারা। তাদের মুখে শোনা যায়, সনাতনী ধর্ম তাদের কাছে খুবই প্রিয়, তাই নিজের ধর্ম ভুলে তারা সনাতনী ধর্মে দীক্ষিত হচ্ছেন।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News