ARTIFICIAL INTELLGENCE শিক্ষা থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে এক অভূতপুর্ব ভূমিকা পালন করতে চলেছে। ইতিপূর্বেই রাজ্য EDUCATION DEPARTMENT উচ্চ মাধ্যমিকে DATA SCIENCE এবং মাধ্যমিক স্তরে CYBER SECURTY শুরু করে দিয়েছে। কিন্তু পরিকাঠামোগত কিছু ঘাটতির জন্য রাজ্যের স্কুলগুলি সেভাবে ARTIFICAL INTELLGENCE ও ROBOTICS সেভাবে শুরু করতে পারছে না। কমবেশী পশ্চিমবঙ্গে ATL ১৫০ টি স্কুলে সম্পন্ন হয়েছে কিন্তু বাকি স্কুলগুলিতে AI ও ROBOTICS এর কোনও সূচনা করতে পারছে না।
এমত অবস্থায় TECHNO GLOBAL EDUCATION নামক সংস্থা দিল্লির এক স্বনামধন্য সংস্থার সাথে গাটছড়া বেধে পূর্বভারতের স্কুলগুলিতে AI ও ROBOTICS শিক্ষা আরম্ভ করেছে এবং স্কুলগুলিতে AI ও ROBOTICS LAB এর INSTALLATION শুরু করেছে। NATIONAL EDUCATION POLICY 2020 আয়োজিত হয় ভারতবর্ষের প্রত্যেক বিদ্যালয়ে ARTIFICIAL INTELLGENCE চালু করতে হবে। তাছাড়া TECHNO GLOBAL EDUCATION দিল্লির যে সংস্থার সাথে গাটছড়া বেধেছে সেই সংস্থাটি AICTE (ALL INDIA COUNCIL FOR TECHNICAL EDUCATION ) এর অধীনস্থ NEAT (NATIONAL EDUCATIONAL ALLIANCE FOR TECHNOLOGY) তালিকাভুক্ত। যার মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেক বিদ্যালয়ে AI & ROBOTICS এর PRACLICAL ও THEORY তাদের মতো করে চালানোর অনুমতি দেওয়া আছে। পশ্চিমবঙ্গ সহ ৬ টি রাজ্যের দায়িত্বে সংস্থাটি TECHNO GLOBAL EDUCATION কে দিয়েছে। প্রত্যেক স্কুলকে প্রাথমিকভাবে ৩,৫০ থেকে ৫ লক্ষ টাকায় ফান্ড রিলিজ করেছে। সমগ্র প্রজেক্টটি চলছে ন্যাশানাল ও ইন্টারন্যাশানাল CSR ফান্ডে।
প্রাথমিকভাবে TECHNO GLOBAL EDUCATION রাজ্য সরকারকে প্রত্যেক DISTRICT INSPECTOR কে INTIATATION করেছে। তারপর জেলার স্কুলগুলোর প্রজেক্ট চালানোর NOC দিচ্ছে। তারপর সংস্থার নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত অথবা প্রশিক্ষণ চলছে AI এর ওপর তাদের স্কুলে RECRUITMENT করে প্রাথমিকভাবে AI-এর FOUNDATION EDUCATION শুরু করেছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত । তারপর ১৫ থেকে ৬০ দিনের মধ্যে স্কুলকে LAB INSTALMENT করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে মালদা জেলার CHANCHL SIDDHESWARI INSTITUTTON (H.S), KHANPUR HIGH MADRSA পূর্ব মেদিনীপুর জেলার PRATAPPUR HIGH SCHOOL, NAIKURI THAKUR DAS INSTITUTION, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের ASARUBASTI JALDLUDDIN HIGH MADRSA ও MALANCHA ZMR HIGH SCHOOL এর LAB SANCTION LETTER এসে গেছে। সেপ্টেম্বরের ৫ তারিখের মধ্যে LAB INSTALATION হয়ে যাবে। TECHNO GLOBAL EDUCATION এর কর্নধার MR. PAUL মনে করেন আগামী ৩ বছরের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গের কাজ সম্পন্ন হতে পারে।
বিশেষ বিজ্ঞপ্তি
মালদা ও মুর্শিদাবাদ TGE ROBOTICS এ মালদা ও মুর্শিদাবাদে যে DISTRICT CO-ORDINATION নেওয়া হয়েছিলো তাদের আজ 22.08.24 থেকে বহিস্কার করা হল ও ওই দুই জেলা AIT নিয়োগ সম্পুর্ণভাবে বন্ধ রাখা হল। তারপর যদি কো নিয়োগ হয় সংস্থা কোনওভাবে দায়ি থাকবে না। শুধুমাত্র কলকাতা সংস্থার প্রতিনিধি 9679107139 এই নম্বর দ্বারা অপরেট করলে কাজ হবে।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর – এই দুই জেল্র রায়গঞ্জে আমাদের অফিস ও চঞ্চল বর্মন আমাদের CO-ORDINATOR । ইনি ছাড়া অন্য কোনও ব্যক্তি কাজ করলে সংস্থা দায়ী থাকবে না।