নদিয়া,, মাধব দেবনাথ: ১২ ঘণ্টার বনধ ঘিরে উত্তেজনা নদীয়ার কৃষ্ণনগরের কালীরহাটে। বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পুলিশবাহিনী উপস্থিত হয়। বিজেপির তরফ থেকে আজ গোটা রাজ্য জুড়ে ১২ ঘন্টা বনধের ডাক দেয়।
সেই বনধ সমর্থনে সকাল থেকেই দেখা যায় বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা তাদের দলীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়ত। বুধবার নদীয়ার কৃষ্ণনগরে বিজেপির কিষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারের নেতৃত্বে বনধ সমর্থনে পথে নামে বিজেপি সমর্থকরা। পাল্টা পথে নামে তৃণমূল সমর্থকরা। রাস্তার মধ্যেই ২ দলের মধ্যে শুরু হয় বচসা। এরপর শুরু হয় হাতাহাতি। বেশ কয়েকজন এই হাতাহাতির ফলে আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
বেশ কিছুক্ষণ পরে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। রীতিমতো এই ঘটনায় উত্তপ্ত হয়ে পরে এলাকা। তবে এ প্রসঙ্গে কেউ এক ফোটাও জায়গা ছাড়তে নারাজ দোষারোপ করতে শুরু করে একে অপরকে। তৃণমূলের দাবি, প্রথমে তাদের উপরে হামলা চালায় বিজেপি। বিজেপির পাল্টা অভিযোগ,তারা রাস্তায় বেরিয়ে ছিলেন বনধ সফল করতে, কিন্তু তৃণমূলের একটি মিছিল এসে হঠাৎ তাদের উপর হামলা চালায়। গোটা বিষয়টির তদন্তে কৃষ্ণনগর কোতোয়ালী থানার পুলিশ।