বাইক ও গাড়িচালকদের সুবিধার্থে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ‘ছাতিনাশোল তরুণ সংঘ’ মাঠে ঝাড়গ্ৰাম জেলাপুলিশের উদ্যোগে সংগঠিত হল ‘ড্রাইভিং লাইসেন্স মেলা।’ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, নয়াগ্ৰাম ও বেলিয়াবেড়া থানা এলাকার জন্য এই ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন। স্বাভাবিকভাবেই ঝাড়গ্ৰামে আর.টি.ও অফিসে গিয়ে নানান হয়রানির পরিবর্তে বাড়ির কাছাকাছি সরকারি উদ্যোগে তুলনামূলক কম খরচে লাইসেন্স হবে খবর পেয়ে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ।
তিনটি থানার আলাদ আলাদা করে কাগজপত্র জমা নেওয়ার পর অনলাইন সার্ভারের সমস্যা হওয়ায় দুপুরের দিকে কাজের গতি কিছুটা থমকে যায়।ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগে খুশি ড্রাইভিং লাইসেন্স করতে আসা মানুষজনেরা।তবে তাদের দাবি একই দিনে তিনটি থানার এতগুলো মানুষকে জড়ো না করে একেকদিন একটি করে থানা ধরে কাজ করলে আরও সুবিধা হত। হাজার হাজার মানুষের ভিড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপীবল্লভপুর থানার পুলিশি কড়া নিরাপত্তা ছিল। এদিন মেলায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আই সি কার্তিক চন্দ্র রায় সহ অন্যান্য পুলিশ অধিকাররিক ও প্রশাসনের আধিকারিকরা।