আরজি করের ঘটনায় অভিযুক্ত দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমজীবী নারীদের নিরাপত্তার দাবিতে বাম সংগঠনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি আসানসোল বি.এন.আর মোর এলাকায়। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী, বামরাজ্যের নেতা পার্থ মুখার্জি, রাজ্যনেত্রী মীনাক্ষী মুখার্জি সহ বাম সংগঠনের নেতা ও নেত্রীরা।
সাংবাদিকদের প্রত্যুত্তরে মীনাক্ষী মুখোপাধ্যায় জানান-“ভয় পেয়েছে দিদির সরকার, তাই প্রতিবাদের স্বর দমানোর চেষ্টা করছে ,দোষীদের শাস্তি হবে যতই আড়াল করুক না কেন। শুধু আরজি কর নয় বিভিন্ন জায়গায় নারীদের উপর নৃশংস ঘটনা ঘটে চলেছে। কেন নীরব রয়েছে প্রশাসন ?”