গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগনা : মহেশতলা পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের মেহমানপুর থেকে চালকিপাড়া পর্যন্ত নিকাশী নালার বেহাল অবস্থার কারণে রাস্তায় জমছে হাঁটু সমান জল।
চরম দুর্ভোগে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ। নিত্যদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দেরহাটু সমান নোংরা জল ঘেটে যেতে হয় স্কুল পড়ুয়াদের। জুতো-মোজা ভিজে,এর জেরে হচ্ছে বিভিন্ন রোগ। ২৯ নম্বর ওয়ার্ডের মেহমানপুর তালপুকুর গাজির গোলচক কৃষ্ণনগর বারুদ পাড়া মন্ডলপাড়া ধাড়াপাড়া একাধিক জায়গা জলমগ্ন রাস্তার উপরে ঘুরছে মাছ। চরম দুর্ভোগ নিত্যাযাত্রীদের