বাংলার নিজের খবর,বাঙালির খবর

হরিশ্চন্দ্রপুরের বাজারে টাস্ক ফোর্সের অভিযান

বৃহস্পতিবার দিন সকালে মালদা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস কুমার মন্ডলের তত্ত্বাবধানে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার একাধিক বাজারে টাক্স ফোর্সের কর্তাদের অভিযান।প্রশাসন সূত্রে জানা যায়, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার ডক্টর প্রভাত উৎপল আচার্যের উপস্থিতিতে ফিশারি এক্সটেনশন অফিসার, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার, পি এ ও আধিকারিক সহ অন্যান্য অফিসিয়ালদের নিয়ে গঠিত টাস্ক ফোর্স । আর এই টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে চালাচ্ছে অভিযান। যাতে কোনোপ্রকার কালো বাজারি না চালানো হয় , তার দিকে কড়া নজর রেখেছে প্রশাসন।এদিন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার ভালুকা বাস স্ট্যান্ড,ভালুকা বাজার ,কোরিয়ালি , হরিশ্চন্দ্রপুর সহ একাধিক খুচরা এবং পাইকারি বাজারে অভিযান চলে। ভালুকা বাজারের বাসিন্দা বিন্নাত বলেন,সবজি সহ নানান সামগ্রীর দাম বাড়ায় নাজেহাল সাধারণ মানুষ। টাক্স ফোর্সের কর্তারা বাজারে আসলেই সবজি সহ অন্যান্য সামগ্রীর দাম কমিয়ে দেয় বিক্রেতারা।কিন্তু তাঁরা চলে যেতেই ফের চড়া দামে বিক্রি শুরু করে।
ভালুকা বাজারে বিশেষত পেঁয়াজ এবং রসুন এই দুটি কমিউনিটির দাম অত্যধিক উচ্চমূল্য বলে জানা যায়। তার কারণ হিসেবে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে পেঁয়াজ চালানি হিসেবে আমদানি করা হচ্ছে এবং রসুনের স্টক এই মুহূর্তে নেই । মাছ এবং মাংসের বাজারে দাম কমবেশি ওঠানামা করছে। আলু মূলত দুই ধরনের কোয়ালিটির। একটি পোখরাজ এবং অন্যটি জ্যোতি। পোখরাজ তুলনামূলকভাবে কম দাম এবং জ্যোতি গুনমানে ভালো হওয়ায় একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে। এছাড়াও তিনি জানান অভাব অভিযোগ সমস্ত কিছুই নোট ডাউন করা হল । শীঘ্রই এ রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News