আড়াই বছর ধরে চলেছে রুশ-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে। ভারতের পক্ষ থেকে বার বার শান্তির বার্তা দিলেই শান্তি আসে নি। আন্তর্জাতিক সূত্রের খবর, রাশিয়া নতুন করে মিশাইল হামলা চালিয়েছে ইউক্রেনের উপর। ইউক্রেনের পোলটাভাতে একটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের রাশিয়ার দুটি ব্যালিস্টিক মিসাইল হামলায় ৪১ জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন ১৮০ জনের বেশি। ইউক্রেনের পক্ষ থেকে জনানো হয়েছে, এতো দ্রুত ঘটনাটি ঘটে যে মনো মানুষকেই নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় নি। সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লেখেন, পোলটাভাতে রাশিয়ার হামলার প্রাথমিক রিপোর্ট পেয়েছি। জানতে পেরেছি, দুটো মিসাইল হামলা হয়েছে ওই এলাকায়। একটি শিক্ষা প্রতিষ্ঠান ও তার নিকটবর্তী একটি হাসপাতালে হামলা হয়েছে। তিনি এখন তাকিয়ে বিশ্বের শান্তিকামী দেশগুলোর দিকে।
এমন মর্মান্তিক ঘটনায় সম্পূর্ণ ভেঙে পড়েছেন তিনি। ইউক্রেন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হামলার পরই উদ্ধারকাজ শুরু হয়। অনেককেই উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের আশঙ্কা, ধ্বংসস্তূপের তলায় আরও অনেকে আটকে রয়েছেন। রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলায় নিহতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মিসাইল হামলার পরই সাধারণ মানুষও উদ্ধারকাজে হাত লাগান। এর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়াকে হুঁশিয়ারিও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, এই হামলার মূল্য দিতে হবে রাশিয়াকে। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাষ্ট্রসংঙ্ঘের মানবাধিকার কমিশন।