বুধবার পশ্চিমবঙ্গ সরকারের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এবং ঝাড়গ্রাম জেলা তথ্য ও সংস্কৃতি দফতর এর সহযোগিতায় ঝাড়গ্রাম শহরে বনদপ্তর সভাগৃহে আয়োজন করা হয় ঝাড়গ্রাম জেলার বাউল আঙ্গিকের লোকশিল্পীদের কর্মশালা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কালি পদ সরেন, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, ঝাড়গ্রাম জেলার তথ্য ও সংস্কৃতি দফতর এর আধিকারিক, ঝাড়গ্রাম জেলাপরিষদের শিক্ষা দফতর এর কর্মাধ্যক্ষ সুমন সাহু সহ অন্যান্য আধিকারিকগণ।
ওই কর্মশালায় ঝাড়গ্রাম জেলার বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন। ওই কর্মশালার উদ্বোধন করে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন বাউল আঙ্গিক এর লোকশিল্পীদের আরো উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
তিনি ওই কর্মশালায় উপস্থিত সাংসদ, নির্বাচিত জনপ্রতিনিধি, আধিকারিকদের এবং বাউল শিল্পীদের শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানান।সেই সঙ্গে তিনি আরো বলেন যে বাউল গানের মানোন্নয়নের জন্য এবং বাউল গান কে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়ে বাউল শিল্পীদের কর্মশালার আয়োজন করা হয়েছে। এর ফলে ঝাড়গ্রাম জেলার বাউল শিল্পীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে তিনি জানান।