অপারেশন আনান্দ এর আওতাধীন ৫৯ জন শিশুকে উদ্ধার করতে সমর্থ্য হলো কোচবিহার জেলা পুলিশ। যার মধ্যে ১৫ টি শিশু উদ্ধার রয়েছে শুধুমাত্র পুন্ডিবাড়ী থানার আওতায়। এছাড়াও সাহেবগঞ্জ শীতলকুচি থানা থেকেও শিশু উদ্ধার হয়েছে। এদিন এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কোচবিহারের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা। তিনি বলেন, আলাদা আলাদা একাধিক মামলায় কিডন্যাপ হওয়া হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করা হয়েছে।
এদের মধ্যে ছেলে এবং মেয়ে উভয় শিশু রয়েছে। তবে এখনো পর্যন্ত মানব পাচারের কোন বিষয় উঠে আসেনি। ঘটনার পূর্ণ তদন্ত চলছে। তবে এই সফলতাকে সাধুবাদ জানিয়েছে কোচবিহারের সাধারণ বাসিন্দারা। রাজ্যে এই ধরনের বিরাট অপারেশন বিরল। আগস্ট মাসেই উদ্ধার হয়েছে তারা। বেশিরভাগ ক্ষেত্রেই নাবালক নাবালিকাদের উদ্ধার করেছে কোচবিহার জেলা পুলিশ। সেইসঙ্গে তাদের রক্ষণাবেক্ষণ এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে তারা। বিভিন্ন ক্ষেত্রেই কিডন্যাপিং মামলা সামনে উঠে আসছে সম্প্রতি কালে, তার জেরে তৎপর হয়েছে কোচবিহার জেলা পুলিশ।
এবং তার ফলেই এই সাফল্য। তদন্তের স্বার্থে কোথা থেকে কিভাবে এদের উদ্ধার করা হয়েছে তা বলেন নি পুলিশ আধিকারিকরা। তবে অবশ্যই এ কথা দ্বারা স্বীকার করে নিয়েছেন যে নাবালক নাবালিকাদের উদ্ধার করার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদের। বেশিরভাগ ক্ষেত্রেই নাবালিকারা ভিন রাজ্য এবং ভিন জেলা থেকে উদ্ধার হয়েছে। আরো বেশ কিছু উদ্ধারকার্য এখনো আটকে আছে যা দুর্গাপূজার আগেই সম্পূর্ণ হওয়ার দাবি করেছে জেলা পুলিশ।