ক্ষ্যাপা কুকুরের তান্ডবে আতঙ্কে গোটা গ্রামের মানুষ, কামড়ে আহত একাধিক ব্যক্তি, এখন বাস লাঠি হাতে নিয়ে বাড়ি থেকে বেরোতে হচ্ছে গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাশ এলাকায়। ক্ষ্যাপা কুকুরের তান্ডব চলছে ।ক্ষেপে গিয়ে গ্রামের একাধিক বেক্তিকে কামড়ানোর ঘটনায় রীতি মতো চাঞ্চল্য এলাকায়। আতঙ্কে গ্রামবাসীরা হাতে লাঠি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন।
তাঁদের দাবি এই ক্ষ্যাপা কুকুর এলাকার প্রায় ২০ থেকে ২৫ জনকে কামড়েছে। পুলিশ কেও ঘটনা জানান হয়েছে। তবে হাতে লাঠি না থাকলে এই কুকুর এর হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। তাই তারা লাঠি হাতে রাস্তায় ঘুরছেন। যদিও বেশ কয়েকদিন ধরেই কুকুরের তাণ্ডব চলছে এলাকায়।