বাংলার নিজের খবর,বাঙালির খবর

জয়পুরে বৌদিকে খুনের আভিযোগে গ্রেপ্তার দেওর

বচসার জেরে বৌদিকে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২৬ আগস্ট জন্মাষ্টমীর দিন জয়পুর থানার কাশমূলী গ্রামে। মৃত গৃহবধূর নাম উর্মিলা খাঁ (৫৯)। ঘটনায় গৃহবধূর ছেলে রাজীব খাঁ এর অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ অভিযুক্ত বাবলু খাঁকে গ্রেপ্তার করেছে। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বাবলু বছর খানেক আগে বৌদি উর্মিলা খাঁ এর কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা ধার নেয়। যদিও বাবলু সেই টাকা ফেরৎ দিচ্ছিলনা। যেটা নিয়ে দুজনের মধ্যে সর্ম্পকের অবনতি ঘটেছিল। মৃত গৃহবধূর পরিবার সূত্রে খবর জন্মাষ্টমীর দিন দুপুরে উর্মিলা খাঁ বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি ঝিলে গেঁড়ি তুলতে যায়। সেই সময় বাবলু বৌদির পিছু নেয় বলে অভিযোগঝ বাবলু। সন্ধ্যায় বাবলু বাড়ি ফিরলেও উর্মিলা দেবী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে ঝিলের মধ্যে গৃহবধূর মৃতদেহ ভাসতে দেখতে দেখতে পায়।

 

পরে তারা পুলিশে খবর দিলে জয়পুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠায়। এদিকে এই ঘটনার পর দিন কয়েক পর বাবলুর চালচলনে সন্দেহ হয় গৃহবধূর ছেলে রাজীব খাঁ বুধবার রাতে রাজীব বাবলুর নামে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিস বৃহস্পতিবার বাবলুকে গ্রেপ্তার করে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News