আবার মুক্তি পেতে চলেছে। চাঁদের পাহাড়। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ২০১৩ সালে মুক্তি পেয়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। সে ম্যাজিক ফের বড়পর্দায় দেখতে পাবেন দর্শক। ২০ সেপ্টেম্বর ফের মুক্তি পাচ্ছে ‘চাঁদের পাহাড়’। ২০১৩ থেকে ২০২৪। মাঝে কেটে গিয়েছে ১১ বছর।
এ কটা বছরে, সিনেমার স্টাইল পালটেছেন। দেব নিজেকে পালটেছেন। নিজেকে ভেঙে নতুন নতুন অবতারে ধরা দিচ্ছেন তিনি। তাঁর প্রমাণ ‘প্রজাপতি’, ‘কিশমিশ’, ‘বাঘাযতীন’, ‘গোলন্দাজ’, ‘কাছের মানুষ’ এবং আগামী ‘টেক্কা’ ও ‘খাদান’ ছবিতেও দেবকে দেখা যাবে একেবারেই নতুন অবতারে। বলা যায়, দেবের এই পালটে যাওয়া ‘চাঁদের পাহাড়’ ছবি থেকেই।