বাংলার নিজের খবর,বাঙালির খবর

জল জমার সমস্যা সমাধানে উদ্যোগী হাওড়া পুরসভা

বৃষ্টির জল জমে ভোগান্তির শিকার হাওড়ার লিলুয়ার বেনারস রোড সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। যদিও ওই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পুর চেয়ারম্যান। মাত্র দিনকয়েক আগে বহু রাস্তা জলমগ্ন হওয়ার কারণে হাওড়ার বেলগাছিয়া ও বেনারস রোডের একাংশে বন্ধ হয়ে গিয়েছিল বাস পরিষেবা। লিলুয়ার জগদীশপুর, বলুহাটি থেকে সালকিয়া হয়ে হাওড়া ও ধর্মতলাগামী সমস্ত বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ।

 

বেনারস রোড ও বেলগাছিয়া সংলগ্ন ৮ নম্বর ওয়ার্ডের জে রোড, কে রোড সহ একাধিক এলাকা কার্যত জলের তলায় চলে গিয়েছিল। ৭ নম্বর ওয়ার্ডেরও বিস্তীর্ণ এলাকায় একই জলছবি দেখা গিয়েছিল। হাওড়ার পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সোমবার সাংবাদিকদের জানান, আগের বছর যা জল জমেছিল তা নেমে গিয়েছিল। সেই কারণে এত জল দাঁড়ায়নি। এই বছর ভাগাড়ের পাশ দিয়ে যে বড় নর্দমা গিয়েছে সেই নর্দমায় ভাগাড়ের জঞ্জাল পড়ে তা বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে ওই এলাকার জল ধীরে ধীরে নামছিল।

 

যে এলাকায় জল জমেছিল সেই এলাকায় পড়ছে হাওড়ার অন্যতম ব্যস্ত রাস্তা বেনারস রোড। পুর আধিকারিক সহ সংশ্লিষ্ট দপ্তরের সকলে এবং নিকাশির দায়িত্বপ্রাপ্ত কনট্রাক্টরদের কর্মীরা সেখানে উপস্থিত থেকে একদিনের মধ্যে ওই এলাকা জল মুক্ত করা হয়। শুধু তাই নয় দীর্ঘদিন জল জমে থাকায় রাস্তা ভেঙে গিয়েছিল। সেই রাস্তাও অর্ধেক রাস্তা সারাই করা হয়েছে। একদিন পর থেকেই বাকি অর্ধেক রাস্তার সারাইয়ের কাজ শুরু হবে। এখনো পর্যন্ত ওই অঞ্চলের কিছু মানুষকে সমস্যামুক্ত করা গেছে। পরবর্তীকালে ওই এলাকার সকল মানুষকে সমস্যা মুক্ত করা যাবে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News