নবান্নে সর্বস্তরের আধিকারিকদের নিয়ে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সঙ্গে মিলিত হন। সেখান থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে যোগ দেবার অনুরোধ করেন। তার পরেই তিনি বলেন, আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর সিবিআইকে বলব তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে। নির্যাতিতার পরিবারকে বিচার দিন। সকলেই বিচারের দিকে তাকিয়ে আছেন।
এর পরেই CPর পদত্যাগ প্রসঙ্গ টেনে তিনি বলেন, কলকাতা পুলিশ কমিশনার নিজে এসেছে আমার কাছে পদত্যাগ করার জন্য। গত সাতদিন আগে। এসেছে। সামনে পুজো। ল’ অ্যান্ড অর্ডার তো যে থাকবে দায়িত্বে তাকে জানতে হবে। পুজোর সময়। কিছুদিন ধৈর্য ধরলে কী হয়? আপনারা ঠিক করবেন সবাইকে বদলাতে হবে? আপনি ১০টা দাবি দিতে পারেন। আমি ৫টা করতে পারি, ৫টা নাও করতে পারি। তিনি আবার CBI প্রসঙ্গ টেনে এনে বলেন, কেন CBI তদন্ত শেষ করতে এতো সময় লাগাচ্ছেন? আপনারা দ্রুত তদন্ত শেষ করে দোষীকে চিহ্নত করে আদালতে পেশ করুন।