মঙ্গলবার সন্ধ্যায় নওদা গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুরে যোগদান সভার আয়োজন করে তৃণমূল। নওদা গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য সহ কংগ্রেস,বিজেপি, নির্দল থেকে প্রায় পাঁচশো জন সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।
নওদা ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের মোট আসনের সংখ্যা ৩০। গত পঞ্চায়েত নির্বাচনে ২৪টি আসন দখল করে তৃণমূল ও ছ’টি আসন দখল করেন বিরোধীরা। তার মধ্যে আগেই চারজন সদস্য তৃণমূলে যোগ দেয়,মঙ্গলবার সন্ধ্যায় আরও দু’জন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় নওদা গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য বলে জানান নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিউজ্জামান সেখ।
নির্দল থেকে আম চিহ্নের প্রতীকে জেতা কুসুম সরকার এবং কংগ্রেসের প্রতীকে জেতা সেলিনা বেগম, মঙ্গলবার সন্ধ্যায় দুই সদস্য তৃণমূল শিবিরে যোগ দেয়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে নওদা গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য সহ প্রায় কয়েকশো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা ধরান সাংসদ আবু তাহের খান,জেলা তৃণমূল চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী,নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ,তৃণমূল কংগ্রেস পরিবারে তাদেরকে যথাযোগ্য সম্মান ও মর্যাদা দেওয়া হবে বলে জানান নওদা ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখ।
কংগ্রেসের প্রতিকে জেতা পঞ্চায়েত সদস্য সেলিনা বেগম বলেন, কংগ্রেসে থেকে মানুষের উন্নয়ন করতে পারছি না, মানুষের জন্য কাজ করতে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম।
মঙ্গলবার সন্ধ্যায় যোগদান সভায় হাজির হন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সংসদ আবু তাহের খান, জেলা তৃণমূল চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী, নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল ইসলাম, নওদার পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ সহ তৃণমূল কর্মী সমর্থকেরা।