সোমবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছেন, আজ বিকেল ৫ টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। এদিকে সোমবার রাতেই জুনিয়র ডাক্তাররা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন, যতদিন না তাদের ৫ দফা দাবি মেনে নেওয়া হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে। সেই অনুযায়ী মঙ্গলবার করুনাময়ী থেকে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেয় জুনিয়র চিকিৎসকেরা। সেই অভিযান নিয়েই ধুন্ধুমার কান্ড করুনাময়ীতে। এদিন তাদের সমর্থনে পথে নেমেছে নাগরিক সমাজও। আন্দোলনকারীদের দাবি, তিলোত্তমার ঘটনা কোনও বিচ্ছিন ঘটনা নয়, শুধু আরজি করের ঘটনা নয়, তিলোত্তমার পরিণতির জন্য দায়ী রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির অব্যবস্থা। সুর চড়ছে ‘গ্যাংস অফ সন্দীপ ঘোষের’ বিরুদ্ধে।
এদিকে চূড়ান্ত তৎপর পুলিশ। পুলিশ পুরো করুনাময়ী ঘিরে রেখেছে। আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়, “আমাদের ৫ দফা দাবির কোনও সমাধান হয়নি। আমরা চাই মুখ্যমন্ত্রী এই দাবি মেটানোর ব্যবস্থা করুন। প্রয়োজনে আরও দীর্ঘ সময় আমরা আন্দোলনে থাকব। ৫টার মধ্যে যদি হেলথ সেক্রেটাররি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ সহ আমাদের যে দাবি রয়েছে তা মানা না হলে আন্দোলন আরও জোরাল হবে। আমরা বিনীত গোয়েলের পদত্যাগের দাবি আমরা আগেই লালবাজার অভিযান করেছিলাম। সেই দাবি এখনও মানা হয়নি।” তারা সুর চড়িয়ে বলেন, তাদের আন্দোলন ততদিন চলবে, যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে।