বাংলার নিজের খবর,বাঙালির খবর

আর জি করের ঘটনায় মুখ খুললেন হুমায়ুন কবীর

আর জি করের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন আই পি এস তথা ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।তিনি বলেন এতদিন ধরে যদি কলকাতা পুলিশ তদন্ত করতো তাহলে এতো দেরী হোতো না।এবং এটা একটা ভালো তদন্ত হোতো। যেই সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যেই চার্জশীট হোতোএবং এটা একটা ভালো তদন্ত হোতো।চার্জশীট হয়ে দ্রুত বিচারের পথে এগোয়ে যেতো ।

 

কিন্তু কোর্টের অর্ডারে এখন সিবিআই তদন্ত শুরু করেছে।২১ দিন পেরিয়ে গেছে।যদি আরো কেউ যুক্ত থাকে তাকে কেন গ্রেফতার করছে না সিবিআই ?না থাকলে তাই বলুক।সিবিআই কেনো এটাকে জিয়িয়ে রেখেছে?সিবিআই ডি এন এ প্রোফাইল রিপোর্ট যদি পেয়ে থাকে তাহলে কেন দেরী হচ্ছে।সিবিআই কী এটা নিয়ে রাজনীতি করছে?পশ্চিমবাংলা আরো উত্তাল হোক এটাই কী সিবিআই চায়?এবার সময় এসেছে সি বি আইকে জিজ্ঞাসা করার।

 

অপরদিকে তিনি বলেন বিধাসভায় ধর্ষণ করে খুনের ঘটনায় যে বিল তৈরি করা হয়েছে তা রাজ্যপাল দ্রুত সাইন করে দিল্লীতে রাস্ট্রপতির কাছে পাঠাক।এবং রাস্ট্রপতি সাইন করে দ্রুত এক্ট চালু করুক।তাহলে ধর্ষকরা ভয় পাবে।আর এই আইন তৈরির মধ্য দিয়েই বাংলা ভারত বর্ষকে পথ দেখাবে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News