জুনিয়র ডাক্তারেরা CP কে শিরদাঁড়া উপহার দিয়ে তাদের প্রতীকী প্রতিবাদকে সামনে এনেছিলেন। এবার সেই পথেই হাঁটলেন কলকাতা পৌরসভার ইঞ্জিনিয়াররা। সূত্রের খবর, গত শনিবার টক টু মেয়রে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ইঞ্জিনিয়রদের বিরুদ্ধে একটি বিতর্কিত বক্তব্য রাখেন। তার জেরেই বিক্ষোভ দেখাচ্ছেন কলকাতা পুরসভার একাংশ ইঞ্জিনিয়রদের একাংশ। তাঁদের দাবি, মেয়রের শিরদাঁড়া বেঁকে গিয়েছে। তাই এই প্রতীকী শিরদাঁড়া নিয়েই বিক্ষোভে সামিল ইঞ্জিনিয়রদের একাংশ। এ দিন কলকাতা পুরসভার প্রচুর ইঞ্জিনিয়র এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাদের বক্তব্য স্পষ্ট যে গার্ডেনরিচ কাণ্ডের পর থেকে মেয়র ‘যত দোষ নন্দ ঘোষ’ থিওরি নিয়ে সব দায় ইঞ্জিনিয়ারদের উপর চাপিয়ে দিচ্ছেন। তারা বলেন, যথার্থ শিরদাঁড়া থাকলে তিনি অন্যদের দোষ নিয়ে কথা বলতেন।
মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ইঞ্জিনিয়রদের একাংশের। তাঁদের দাবি, কলকাতার মেয়র এবং পুরসভার শিরদাঁড়া ভেঙে গিয়েছে। তাই মেয়রকে প্রতীকী শিরদাঁড়া দেখিয়ে বিক্ষোভ ইঞ্জিনিয়রদের। বিক্ষোভে সামিল এক ইঞ্জিনয়র বলেন, “প্রশাসন শিরদাঁড়া উঁচু করে কাজ করুক। আমরা চাই আরজি করের ছাত্ররা যেভাবে শিরদাঁড়া উঁচু করার কথা বলেছেন সবার যেন তাই থাকে। কলকাতা কর্পোরেশনের অফিসাররা যেভাবে মেরুদন্ড বিকিয়ে কাজ করছেন তাঁর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি।” আসল কথা রাজনীতি করতে গিয়ে অনেকেরই যে শিরদাঁড়ার সমস্যা হয় তা আগেও দেখা গেছে।