পশ্চিম মেদিনীপুরজেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান গ্রাম পঞ্চায়েত এলাকার শানকচুয়া এলালায় বাড়ী কনস্টেবল মিহির সামন্তর।কিন্তু কাজের সূত্রে সস্ত্রীক থাকতো মেদিনীপুরে।১৯৬ ব্যাচের কনস্টেবল ছিল সে।ডি আই বি পশ্চিম মেদিনীপুরে ছিল তার পোস্টিং।ডেবরায় প্রতিদিন ডিউটি থাকতো।মেদিনীপুর থেকে ডেবরা এসে ফের মেদিনীপুর ফিরে যেতো।কোনোদন কোনোদিন গ্রামের বাড়ীতেও থেকে যেতো। তিনদিন হোলো সেই কনস্টেবল নিঁখোজ। পরিবার সুত্রে খবর কারুর সঙ্গে কোনো ঝামেলা বা ঝগড়া কিছুই হয়নি।
দুদিন আগে মেদিনীপুর থেকে ডেবরা আসার পথেই নিঁখোজ হয়। তারপর পরিবারের পক্ষ থেকে ডেবরা থানায় নিঁখোজের অভিযোগও দায়ের হয়। ডি আই বির ডিউটি মানে অনেক গোপন ও গুরুত্বপূর্ণ খবর তাদের কাছে থাকতো। সেই সুবাদে কোনো শত্রুতা না অন্য কিছু কারন তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়৷ তবে বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্যতে জানা যাচ্ছে অনলাইন গেম খেলার একটা প্রবনতা সমসময় ছিল মিহিরের।যত দিন গড়াচ্ছে চিন্তিত হয়ে পড়ছে পরিবার। মিহিরের খোঁজ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ।