রবিবার বিকেলে নওদার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় কলেজে বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান’কে সংবর্ধনা সভা ও সৌজন্য সাক্ষাতের আয়োজন করেছিল নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিউজ্জামান শেখ। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান।
নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ, নওদা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূল কর্মী সমর্থকেরা।কিন্তু ওই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন না নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান। নওদার ব্লক সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সংবর্ধনা সভায় প্রকাশ্যে তিনি বলেন, বিধায়ক লোকসভা নির্বাচনে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর হয়ে ভোট প্রচার করেছে। বিরোধীদের সহযোগিতা করেছেন বিধায়ক। লোকসভা নির্বাচনে পাঠানের হয়ে প্রচারের ময়দানেও দেখা মিলেনি বিধায়কের বলে দাবি ব্লক সভাপতির।
যদিও নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান বলেন, সংবর্ধনা সভায় আমাকে ডাকেননি। ব্লক সভাপতি কোন কিছুতেই আমাকে ডাকেন না। লোকসভা নির্বাচনের সময় আমি অসুস্থ ছিলাম সে কথা দলকে জানিয়েছি। অধীরের হয়ে আমি কখনোই ভোট প্রচার করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
ব্লক সভাপতি বলেন, ইউসুফ পাঠানোর জন্য কোন দিনই প্রচারের ময়দানে নামেননি বিধায়ক, কংগ্রেসের জন্য ভোট প্রচার করেছে বিধায়ক ও তার স্বামী। প্রমান সহ বিধায়কের কর্মকাণ্ড দলকে জানিয়েছি।