পটাশপুরের সিংদা খালের ভাঙ্গণ হওয়ার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গত চারদিন ধরে প্রবল বৃষ্টির জেরেই জলের তলায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের বিস্তীর্ণ এলাকা। কেলেঘাই নদী ও বাঘুই খালের জলস্তর বেড়ে ডুবতে শুরু করেছে চাষের জমি।
আতঙ্কিত এলাকার মানুষজন। স্থানীয় এলাকার বাসিন্দারা জানান, বিঘার পর বিঘা জমির চাষ জলের তলায় চলে গেছে। ডুবেছে সমস্ত যাতায়াতের রাস্তা। পাশাপাশি এলাকার বহু বড়িতেও জল ঢুকেছে। বাঁধ ভেঙে যেকোনো মুহূর্তে বড়ো সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।
প্রশাসনের পক্ষ থেকে বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেই বলে দাবী গ্রামবাসীদের। শেষ পর্যন্ত সোমবার পটাশপুর ১ ব্লকের সিংদা গ্রামে বাধ্য হয়ে নিজেরাই বাঁধ মেরামতের কাজে হাত লাগালেন স্থানীয় এলাকার বাসিন্দারা। তবে আতঙ্কে প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা।