বাংলার নিজের খবর,বাঙালির খবর

বৃষ্টির জলে ভাসল হাসপাতাল থেকে ব্যাঙ্ক ও রাস্তা

দুইদিন পার হয়েগেলো নিম্ন চাপ বৃষ্টি হয়েছে, কিন্তু এখোনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে হুগলি জেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে ব্যাঙ্ক । অনেকের বাড়িতেও জল ঢুকে গিয়েছে। চুঁচুড়া শহরের বিভিন্ন স্থানে একই পরিস্থিতি, মানুষ কাজে বেরোতে পারছেনা। জল জমার ফলে ব্যান্ডেল ই-এস-আই হাসপাতালে চিকিৎসার ব্যাঘাত ঘটছে।

 

একটু বৃষ্টি হলেই ব্যান্ডেল ষ্টেশন রোড থেকে শুরু করে ব্যান্ডেল ও শহরে ঢোকার মুখে অর্থাৎ চুঁচুড়া সাবওয়ের নিচে জল জমে চরম নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনকি চুঁচুড়া হাসপাতাল থেকে ব্যান্ডেল ই-এস-আই হসপিটালে জলমগ্ন, মানুষের চিকিৎসায় নানারকম সমস্যা হচ্ছে।অনেকের বক্তব্য এই জল জমার সমস্যার হাত থেকে কবে মিলবে সমাধান। অনেকের বাড়িতে জল জমার ফলে বাড়িতে বসবাস করতে সমস্যা হচ্ছে।চুঁচুড়ার বিভিন্ন জায়গায়
জল জমার খবর পেয়ে জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News