হাওড়ার সাঁকরাইলে পানশালায় ‘মদ্যপ’ অবস্থায় গন্ডগোলের অভিযোগ ওঠায় ৩ পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, জাতীয় সড়ক সংলগ্ন ধুলাগোড় জালান কমপ্লেক্স এলাকায় রবিবার রাতে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযোগ, ‘মদ’ খেয়ে টাকা দেওয়া নিয়ে গন্ডগোল হয়। ধৃতদের মধ্যে একজন কনস্টেবল।
অন্যদের মধ্যে একজন টেম্পোরারি হোমগার্ড ও আরেকজন সিভিক ভলান্টিয়ার বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মদ খেয়ে ঝামেলা করার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। রবিবার রাতে একটি পানশালায় এরা গিয়েছিলেন। ঝামেলার খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তিনজকে আটক করে নিয়ে যায়। সোমবার এদের গ্রেফতার করা হয়। এদিনই এদের হাওড়া আদালতে পেশ করা হবে। এই ঘটনা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের জনৈক আধিকারিক বলেন, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মদ খেয়ে হোটেলের কর্মীদের সঙ্গে মারামারি মারামারি হয়। টাকাপয়সা নিয়ে গণ্ডগোল হয়। ধৃতেরা সকলেই পুলিশকর্মী। এরা কেউই ডিউটিতে ছিলেন না। অফ ডিউটিতে অভিযুক্তেরা একটি পানশালায় মদ খেতে যায়। তখনই এই ঘটনা ঘটে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ছাড়াও ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হবে।