বাংলার নিজের খবর,বাঙালির খবর

অ্যাপের মাধ্যমে দুর্গা পুজোর অনুমতি পাবে ক্লাব গুলি-জানালেন পুলিশ সুপার

অ্যাপের মাধ্যমে দুর্গা পুজোর অনুমতি পাবে ক্লাব গুলি। প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানালে মিলবে পুজোর অনুমতি। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। এদিনের এই সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

 

উল্লেখ্য, দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটি দিন। তাই পুজো উদ্যোক্তাদের প্রস্তুতি এখন তুঙ্গে। এই সময় বিভিন্ন অনুমতির জন্য বিভিন্ন দপ্তরে ছুটোছুটি করতে হয় ক্লাব কর্তাদের। এর আগে অনলাইনে আবেদন করা গেলেও, এবার সব ধরনের অনুমতি অনলাইনেই মিলবে বলে জানা গিয়েছে। পাশাপাশি স্বল্প সময়ে অনুমতি মিলবে বলেও জানা গিয়েছে।এর জন্য ‘ইজি ফেস্ট’ নামক একটি পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে পূজো উদ্যোক্তাদের।

 

এদিন আনুষ্ঠানিকভাবে সেই পোর্টালের উদ্বোধন হল জেলা পুলিশ সুপারের দপ্তরে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, ‘এবার আমরা এই পোর্টালের কিছুটা পরিবর্তন করেছি। পূজো উদ্যোক্তাদের এবার অনুমতির জন্য বিভিন্ন দপ্তরে সশরীরে যেতে হবে না, অ্যাপসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন তাঁরা। এর ফলে অনলাইনেই মিলবে সমস্ত ধরনের এনওসি।’

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News