কিশোরী ও নারীদের সুরক্ষা,অধিকার সু-নিশ্চিত করার লক্ষ্যে হরিহরপাড়ায় মহিলাদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা। বুধবার বিকেলে হরিহরপাড়া থানার মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলার আয়োজন করে জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন। খেলায় অংশগ্রহণ করে হরিহরপাড়া ব্লক মহিলা ফুটবল এবং জিয়াগঞ্জ ব্লক মহিলা ফুটবল। দুই মহিলা দলের হাড্ডাহাড্ডি বল দখলের লড়াইয়ে ০-১ গোলে জয়ী হয় হরিহরপাড়া ব্লক মহিলা ফুটবল।
মহিলাদের ফুটবল খেলা দেখতে হরিহরপাড়া থানার মাঠের চারিপাশে ফুটবলপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মত। হরিহরপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ নামের এক যুবক বলেন, আমরা সাধারণত পুরুষদের মধ্যে ফুটবল খেলা দেখে থাকি। কিন্তু এখন মহিলারাও অনেকটাই এগিয়ে। তাদের ফুটবল খেলা দেখতে মাঠের চারিপাশে খেলা দেখছেন দর্শকেরা।