বাংলার নিজের খবর,বাঙালির খবর

আমতার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, উদয়নারায়নপুরে জুনিয়র চিকিতসকেরা

ডিভিসির ছাড়া জলে উদয়নারায়নপুরের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হলেও আমতা ২ নং ব্লকের বন্যা পরিস্থিতি এখনোও বেশ ঘোরালো। এখানে খুব ধীরে ধীরে জল নামছে। ফলে এখনোও বহু গ্রাম জলমগ্ন। শনিবারের পর রবিবার উদয়নারায়নপুরের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হল। অনেক উচু জায়গা থেকে জল নামতে শুরু করেছে। রাস্তা থেকে জল নেমে যাওয়ায় যানবাহন চলাচল শুরু হয়েছে। যদিও এখনোও অনেক গ্রাম জলমগ্ন থাকায় সেইসব এলাকার মানুষদের দূর্ভোগ একটুকু কমেনি।

 

উদয়নারায়নপুর ব্লক প্রশাসন সূত্রে খবর ব্লকের ১৫টি ত্রান শিবিরে ৮২৫ জন আশ্রয় নিয়েছে। অন্যদিকে আমতা ২ নং ব্লকের বিভিন্ন এলাকা থেকে খুব ধীরে জল নামছে। যদিও এখনোও ব্লকের রাজ্য সড়কগুলি জলমগ্ন থাকায় যান চলাচল বন্ধ হয়ে আছে। আমতা ২ নং ব্লক প্রশাসন সূত্রে খবর এখনোও পর্যন্ত ৯টি গ্রাম পঞ্চায়েত পুরোপুরি জলমগ্ন। ব্লকের ৩০টি ত্রান শিবিরে ৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

 

এদিন বন্যা কবলিত দীপাঞ্চল ভাটোরায় ত্রান বিতরন করেন বিধায়ক সুকান্ত পাল। অন্যদিকে এদিন বন্যা কবলিত উদয়নারায়নপুরের হরালি গ্রামে আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা গিয়ে এলাকার মানুষের চিকিৎসা করেন। পাশাপাশি তাদের মধ্যে ওষূধপত্র বিতরন করেন। এদিন ১৫ জন চিকিৎসক উদয়নারায়নপুরে গিয়েছিলেন।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News