মঙ্গলবার সকাল থেকে কোচবিহার জেলার প্রায় প্রতিটি থানা এলাকায় লাগাতার এবং দফায় দফায় অভিযান চালিয়ে প্রায় 200 বিঘা জমির গাজা নষ্ট করল কোচবিহার জেলা পুলিশ। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, এদিন সকাল থেকে অভিযান চালানো হয়েছে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত মাঘপালা গ্রাম পঞ্চায়েত এলাকায়, শীতলকুচি থানা এলাকার ভোগডাবরি,
সাহেবগঞ্জ থানা এলাকার সালমারা ও আজিম পাড়া এলাকায় তুফানগঞ্জ বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং মাথাভাঙ্গা থানা এলাকার হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালানো হয়। মূলত দিন রাজ্যের ব্যবসায়ীরা স্থানীয় চাষীদের ব্যবহার করে এই গাজা উৎপাদন করে বলে পুলিশের প্রাথমিক সূত্রে জানানো হয়েছে। এদিন এই বিপুল পরিমাণ গাঁজা নষ্ট করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।