বাংলার নিজের খবর,বাঙালির খবর

পুজোর মুখে বিষাদের ছায়া চা বলয়ে

পুজোর মুখে বিষাদের ছায়া চা বলয়ে। বোনাস নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বাগান কর্তৃপক্ষ তাই দুশ্চিন্তায় বাগান শ্রমিকরা। পুজোর মুখে কিভাবে নতুন জামা কাপড় কিনবেন, কিভাবে ঘরে উনুন জ্বলবে তা নিয়ে চিন্তায় পড়েছেন শ্রমিকরা। তাই পূজার মুখে অ্যান্ড্রয়েল কোম্পানির অধীনস্থ চারটি বাগানের শ্রমিকরা, সামিল হলেন আন্দোলনে। বানারহাট চা বাগানের কারখানা গেটের সামনে গেট মিটিং এর মধ্য দিয়ে আন্দোলনের হুশিয়ারী দিলেন বাগান শ্রমিকরা।

 

ডুয়ার্সের বানারহাট চা বাগানে বর্তমানে শ্রমিক সংখ্যা প্রায় ১৪০০। সারা বছর বোনাসের জন্য অপেক্ষা করে, পুজোর মুখে টাকা পেলে নতুন জামা কাপড় কিনবেন, মেটাবেন বিভিন্ন জায়গায় যে ঋণ নিয়েছেন তা। শুধু তাই নয় ঘরের উনুন জ্বলবে এই টাকা পেলেই, হবে ছোটোদের লেখাপড়া। এখন বোনাস না পেলে রাস্তায় নেমে আন্দোলনের হুশিয়ারী পূজার মুখে বাগান শ্রমিক নেতাদের। সোমবার বানারহাট চা বাগান কারখানার গেটের সামনে সিপিএমের চা সংগঠন মজদুর ইউনিয়ন এবং বিজেপির চা শ্রমিক সংগঠন বি টি ডব্লিউ একসাথে গেট মিটিং করেন বোনাস নিয়ে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News