বাংলার নিজের খবর,বাঙালির খবর

বর্ধমানে প্রশাসনিক বৈঠক করলেন মমতা বন্দোপাধ্যায়

হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই দুর্গাপুজো। পুজোর আগেই দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই অবস্থায় ফের একবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এলেন পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে ঢুকছে বন্যার জল। কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে মানুষজনকে। এমতো অবস্থায় গোটা পরিস্থিতি নিয়ে সোমবার পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রশাসনিক প্রধান। বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমান জেলা শাসক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা,এছাড়াও ছিলেন বিধায়কগণ, ব্লক সভাপতি গণ ও বেশ কিছু অঞ্চলের অঞ্চল প্রধানগণ।

দীর্ঘ বৈঠক শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে একহাত নেন। আক্রমণ শানান ডিভিসি-কেও। একই সঙ্গে নতুন করে জল বাড়লে প্রশাসনকে আরও সতর্ক এবং সক্রিয় হওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, জল নামলে কীভাবে কাজ এগোবে তা নিয়েও নির্দেশ দেন।

সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদর চিন্তা বাড়ে। নিজেদের বাঁচাতে আমাদের দিকে জলটা ছেড়ে দেয়। নৌকার মতো বাংলার অবস্থা। নদীমাতৃক। ফলে জল ছাড়ার সঙ্গে সঙ্গে ভেসে যায়। অসম এবং বাংলায় সবথেকে বেশি বন্যা হয়, আর কোথাও হয় না। কেন্দ্রের অধীনে ডিভিসি। ড্রেজিং করা হয় না। ফলে বাংলার মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News