বাংলার নিজের খবর,বাঙালির খবর

মনোজ মিত্র ভেন্টিলেশনে

দিকপাল অভিনেতা ও অসাধারণ অভিনেতা মনোজ মিত্র এই মুহূর্তে খুবই সংকটজনক অবস্থায় আছেন। রবিবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বর্ষীয়ান অভিনেতাকে। তখনই তাঁর মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছিলেন অবস্থা খুব একটা ভাল নয়। হাসপাতাল সূত্রে খবর, সোমবার আরও খারাপ অভিনেতার শারীরিক অবস্থা। উদ্বিগ্ন নাগরিক মহল, দুশ্চিন্তায় শিল্পী জগৎ। মূলত বয়স্ক জানিত অসুস্থতার কারণেই অনেকদিন ধরে তিনি ভুগছিলেন।

 

রবিবার খুবই বাড়াবাড়ি হওয়ায় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। তখনই তাঁর মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছিলেন অবস্থা খুব একটা ভাল নয়। হাসপাতাল সূত্রে খবর , আরও আশঙ্কাজনক অবস্থা অভিনেতার। ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার মতো অবস্থা। কিন্তু তা দেওয়া হবে না। হার্ট পাম্প করছে ২০-৩০ শতাংশ। মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। ইতিমধ্যে হসপিটালে পৌঁছেছেন তাঁর অনেক গুণগ্রাহী।

 

মনোজ মিত্রের মেয়ে ময়ূরীর বলেন, “বাবার অবস্থা আশাঙ্কাজনক। আমার মা-ও অসুস্থ। উনি কথা বলতে পারেন না। মা ডিমেনশিয়ার রোগী। আমার কাকা ২০ দিন আগে গত হয়েছেন। সুতরাং খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। চিকিত্‍সকরা জানিয়েছেন বাবার হার্ট একদমই কাজ করছে না। ওষুধ দিয়েছে সাপোর্টে আছে।” আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News