বাংলার নিজের খবর,বাঙালির খবর

রাজ্যে যখনই বন্যা পরিস্থিতি আসে তখনই সরকারের একটা লটারি লাগে। এই লটারি সকলে ভাগ বাটোয়ারা করে নেয়। মন্তব্য অর্জুন সিংয়ের।

রাজ্যে যখনই বন্যা পরিস্থিতি আসে তখনই সরকারের একটা লটারি লাগে। এই লটারি সকলে ভাগ বাটোয়ারা করে নেয়। মন্তব্য বিজেপি নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। রবিবার হাওড়ার বেলুড়ে এক অনুষ্ঠানে এসে ওই মন্তব্য করেন অর্জুন।

 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেন। বন্যার সময় সারা বাংলা যখন জলের তলায় যেখানে দাঁড়িয়ে সরকার কোনওরকম ত্রাণের ব্যবস্থা ঠিক করে করতে পারছে না। যার জন্য ওই সকল বন্যা কবলিত এলাকার মানুষজন ঠিকমতো সরকারি সেবা পাচ্ছেন না। আর রাজ্যে বন্যা হওয়া মানে সরকারি তহবিলের লটারি লেগে যাওয়া এবং এই টাকাটা কিভাবে ভাগ বাটোরা করবে সেটাই প্রথম সরকারের মনে থাকে।

 

ত্রাণ কিভাবে যাবে তার দিকে দেখেন না। এদিন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ফিরহাদ হাকিম এইটুকু জানেন না যে একটি বাঁধ কি কাজ করে। কখন তারা জল ছাড়বে আর কখন ছাড়বে না। সেটার জ্ঞান ওনার নেই। বেলুড়ের ওই অনুষ্ঠানে অর্জুন সিং আরও বলেন, রাজ্যে যখনই বন্যা পরিস্থিতি আসে তখনই সরকারের একটা লটারি লাগে। এই লটারি সকলে ভাগ বাটোয়ারা করে নেয়। বন্যায় সরকারের কোন ভূমিকা থাকে না।

 

বিরোধীরা বা কোনও সংস্থা দুর্গতদের সাহায্য করে। ডিভিসি জল ছাড়ার সময় তাদের কিছু জানায় না বলে মমতা ব্যানার্জি বারে বারে মিথ্যা অভিযোগ জানান। কিন্তু আসল সত্য হলো প্রতিমুহূর্তে ডিভিসির প্রতিনিধিরা কথা বলে তারপর জল ছাড়ে। উনি সব সময় রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল এবং ভোটের জন্য এত টাকা দান-খয়রাত করেছেন যে এখন রাজ্যের ত্রাণের জন্য কোনও পয়সা নেই।

 

যা আছে এখন চুরি করার ধান্দা। স্বাস্থ্য বিভাগ সহ প্রতিটি বিভাগ থেকে চুরি করা হয়েছে। কিছুদিনের মধ্যে দিল্লি থেকে এক প্রতিনিধি দল আসবেন। তারা সার্ভে করে যেমন টাকার প্রয়োজন তা দেবেন। মুখ্যমন্ত্রী অভয়া কেসে যুক্ত রয়েছেন। ঘটনার দিন মুখ্যমন্ত্রী ৩০ বার পুলিশ কমিশনারকে ফোন করেছেন। এই কেসটা কিভাবে লোপাট করতে, তথ্য শেষ করতে, মামলা চাপা দেওয়ার জন্য তিনি ফোন করেছিলেন। মুখ্যমন্ত্রী ভাবছেন তার কাছে পুলিশ, গুন্ডা আছে। উনি যা করবেন মানুষকে মেনে নেবেন। কিন্তু বাংলা বিশেষ করে সকল পেশার বাঙালিরা যেভাবে প্রতিবাদ করেছেন তাতে ওনার ভয় ধরে গিয়েছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News