থানায় ঝাড়ু দিয়ে, গঙ্গাজল ছিটিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত পাথরে চাটি মেরে নরেন্দ্রপুর থানার শুদ্ধিকরণ করলেন রূপা সহ বিজেপি নেত্রীরা।
থানায় গিয়ে পুলিশের কাছে সাধারণ মানুষ কোন সুবিচার পাচ্ছে না, তাই থানা গুলিকে শুদ্ধিকরণ করার উদ্যোগ নিয়েছে বিজেপি। সোমবার সন্ধ্যায় নরেন্দ্রপুর থানার সামনে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির নেতৃত্বে চলে এই শুদ্ধিকরণ কর্মসূচি। ঝাড়ু দিয়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয় নরেন্দ্রপুর থানার।এমনকি গঙ্গাজল পুলিশের গায়ে ছেটানো হয় বলে জানা গিয়েছে।