পরিবেশ বান্ধব ট্রামের দিন শেষ হয়ে গেলো। আজ, মঙ্গলবার থেকে কলকাতায় আর চলবে না সেই ঐতিহ্যবাহী ট্রাম। বিদেশ থেকে কলকাতায় আর ট্রাম দেখতে কেউ আসবে না। দেশের একমাত্র শহর কলকাতা, যেখানে চলে ট্রাম। যা এবার কার্যত বন্ধ হয়ে গেলো । করোনা কাল থেকেই শহরের একের পর এক রুটে বন্ধ হয়েছে এই পরিষেবা। আপাতত হাতেগোনা চারটি রুট বেঁচে আছে। এবার তাও মুছে যাওয়ার পথে। মডেল স্বরূপ মাত্র একটি রুটে জয়রাইড হিসাবে ট্রাম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মতলা-ময়দানের মধ্যে তা চলাচল করবে। আদালতে সেকথা জানাবে রাজ্য। যানজট এবং দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত বলে সোমবার জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ট্রাম এখন থেকে স্থান পাবে শুধুই ইতিহাসের পাতায়।
সময়! সময় ঠিক করে দেয়, কে থাকবে আর কে যাবে! সময়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে মুছে গিয়েছে অনেক কিছুই। হেমন্তের গাছের পাতার মতো একে একে ঝরে যাচ্ছে কলকাতার নস্ট্যালজিয়াও। দোতলা বাস, টেলিগ্রাম, গ্যাস বেলুন সহ আরো কত কি! এবার সেই দলে নাম লেখালো কলকাতার অন্যতম হেরিটেজ ‘ট্রাম’। এই গতির যুগে ট্রাম যেন গতিহীন এক যান। মানুষের কাছে ব্রাত্য হয়ে উঠেছে অনেক আগেই। আর বড়ো সমস্যা এই ট্রাম লাইনের জন্যই ঘটে অনেক দুর্ভোটনা।