বাংলার নিজের খবর,বাঙালির খবর

উলুবেড়িয়ায় বাড়িতে বিস্ফোরণ, বোমা ফেটে জখম ৩। তদন্তে পুলিশ

উলুবেড়িয়ায় বাড়িতে বিস্ফোরণ। জখম ৩।আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকেই ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া থানা এলাকার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে একটি বাড়িতে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। ছুটে আসেন আশপাশের লোকজন। ৩ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

 

আহতদের মধ্যে রয়েছেন শেখ শামসুর ও তার ছেলে এবং শেখ হালিম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।এরপরই এলাকার লোকজন বিস্ফোরণ হয়েছে বুঝতে পেরে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন। দেখা যায় যে বাড়িতে বিস্ফোরণ হয় সেই বাঁশের তৈরি টালির বাড়িটি ভেঙে যায়।

 

৩ জন গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। প্রাথমিক অনুমান বোমা বাঁধতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে নমুনা সংগ্রহে আনা হবে ফরেনসিক টিম। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News