সোমবার বর্ধমানে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্লক জামালপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পৌছালেন ডেপুটি সেক্রেটারি পি. আর ডি শুভঙ্কর ভট্টাচার্য্য। জামালপুর ব্লকের বন্যায় ক্ষতিগ্রস্ত জোতচাঁদ, পাইকপাড়া, দ্বীপেরমানা সহ বেশ কয়েকটি গ্রাম তিনি ঘুরে দেখেন।
তাঁর সাথে ছিলেন, ব্লকের বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, জামালপুর এক পঞ্চায়েত উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে খোঁজ নেন সকলে বন্যার সময় ত্রাণ শিবিরে ছিলেন কিনা, খাবার ঠিকমত সবাই পেয়েছিলেন কিনা। জামালপুর ব্লকের পক্ষ থেকে ওই সমস্ত এলাকার মানুষকে ত্রিপল, বাচ্চাদের জন্য ও গর্ভবতী মায়েদের জন্য পাউডার দুধ দেওয়া হয়।