বাংলার নিজের খবর,বাঙালির খবর

চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলে সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ, কর্মহীন প্রায় ৭ হাজার শ্রমিক

শ্রমিক অসন্তোষের কারনে বন্ধ হয়ে গেলে চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল। বৃহস্পতিবার রাতে মিল কর্তৃপক্ষ্যের তরফে মিলের গেটের বাইরে সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। ফলে পুজোর আগে মিলের প্রায় ৭ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। জানা গেছে একমাস আগে ল্যাডলো জুট মিলের মালিকানা বদল হয়। আর এরপর থেকে নানা বিষয় নিয়ে মিলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়।

 

জানা গেছে বৃহস্পতিবার দুপুর ২টোর শিফটে কাজে যোগ দিতে আসা শ্রমিকরা বোনাস না দেওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। এই নিয়ে মিলের ভিতরে উত্তেজনার সৃষ্টি হয়। আভিযোগ এই সময় মিলের একাধিক অফিসে ভাঙচুর চালানো হয়। মিলের স্টাফেদের হেনস্থা করার অভিযোগ ওঠে বিক্ষোভকারী শ্রমিকদের বিরুদ্ধে। আর এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে বৃহস্পতিবার রাতে মিল কর্তৃপক্ষ মিলের গেটের বাইরে সাসপেনশন অফ ওর্য়াকের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এদিকে শুক্রবার সকালে কাজে যোগ দিতে এসে মিল বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা।

 

তাদের অভিযোগ ল্যাডলো জুট মিলের মালিকানা বদলের পর থেকেই নানাভাবে শ্রমিকদের উপর কাজের বোঝা বৃদ্ধি করা হচ্ছে। শ্রমিকদের আভিযোগ আগে পুজোর সময় সর্ব্বোচ্চ ৭ হাজার টাকা বোনাস দেওয়া হলেও এবারে মিল কর্তৃপক্ষ বোনাস নিয়ে টালবাহানা করছে। পুজোর সময় বোনাস না দেওয়ার জন্য পরিকল্পনা করে মিল বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করে শ্রমিকরা। এই ব্যাপারে মিল কর্তৃপক্ষ্যের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও রং নাম্বার বলে এক আধিকারিক ফোন কেটে দেন। এই বিষয়ে উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল জানান নোটিশটা আমরা আজ হাতে পেয়েছি। কেন এই সিদ্ধান্তে যেতে হল সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News