বাংলার নিজের খবর,বাঙালির খবর

প্রচন্ড বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজেই মালদার মানিকচকের ভুতনীর বন্যা পরিদর্শন

প্রচন্ড বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজেই মালদার মানিকচকের ভুতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী ওস্কার সিং মিনা।

তার সঙ্গে বৃষ্টিতে ভিজেই ভুতনীর বন্যা পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখলেন মালদার জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর তারা মানিকচক গঙ্গাঘাটে গিয়ে প্রথমে নারায়ণপুর চর এলাকার গঙ্গা ভাঙন পীড়িত পরিবারের সদস্যদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন। এরপর তারা চলে যান মথুরাপুরে অবস্থিত মানিকচক মডেল স্কুলের হস্টেলে।

সেখানে ত্রাণ শিবিরে থাকা ভূতনীর উত্তর চন্ডীপুরের বন্যা পীড়িতদের মধ্যে পোশাক-আশাক সহ কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ পর্বে রাজ্যের এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী ওস্কার সিং মিনার পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা। এরপর এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী ওস্কার সিং মিনা, মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বৃষ্টিতে ভিজেই ভূতনীর দক্ষিণ চন্ডীপুরে যান। সেখানে কাটা বাঁধের পরিস্থিতি পরিদর্শন করেন। সেই সঙ্গে বাঁধের উপর থাকা বেশকিছু বন্যা পীড়িত অসহায় মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News