বেআইনিভাবে বিদেশী মদ এবং বিয়ার বিক্রি করার অভিযোগে বৃহস্পতিবার রাতে বাগনানের একটি ক্যাফের ম্যানেজার ও তার সহযোগীকে গ্রেপ্তার করল আবগারি দপ্তর। পাশাপাশি ক্যাফেটি সিল করে দিয়েছে আবগারি দপ্তর। আবগারি দপ্তরের কর্তাদের দাবি ক্যাফে থেকে উদ্ধার হওয়া বিদেশী মদ ও বিয়ারের বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা।
আবগারি দপ্তর সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ বাগনানের মানকুড় মোড়ে একটি ক্যাফেতে হানা দেয় হাওড়া গ্রামীন জেলার দুই আবগারি আধিকারিক। তারা লক্ষ্য করেন ক্যাফের ভিতরে বিভিন্ন টেবিলে বিদেশী মদ খাওয়া চলছে। তারা ক্যাফের নীচে অপেক্ষারত আবগারি দপ্তরের কর্মীদের বিষয়টি জানান। আর এরপরেই উদ্ধার হয় বিপুল পরিমানে বিদেশী মদ ও বিয়ার। আবগারি দপ্তরের কর্তাদের দাবি কোনরকম লাইসেন্স ছাড়াই ক্যাফেতে বেআইনিভাবে মদ বিক্রি হচ্ছিল।