বাংলার নিজের খবর,বাঙালির খবর

বিদ্যালয় পরিদর্শনেগিয়ে পড়ুয়ারদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন জেলা বিদ্যালয় পরিদর্শক

স্কুল পরিদর্শনে গিয়ে পড়ুয়াদের সঙ্গেই বসে মিড ডে মিল খেলেন জেলা বিদ্যালয় পরিদর্শক।স্কুলের মিড ডে মিলের খাবারের মান সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখেন তিনি। জেলা জুড়েই মিড ডে মিলের খাবারের মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ অন্যান্য সমস্ত বিষয়ই খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এদিনের এই পরিদর্শনে জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সানি মিশ্র সহ উপস্থিত ছিলেন, সহকারি বিদ্যালয় পরিদর্শক (এআই) সৌমিত্র সরকার, বালুরঘাট সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পিংকু সরকার।
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে পরিদর্শন। পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ পরিদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে। সেইমতো গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও শুরু হয়েছে এই বিশেষ পরিদর্শন। স্বয়ং দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা মিড ডে মিল প্রকল্পের জেলা নোডাল অফিসার অরুন কুমার সরদার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে যান।

 

জানা গিয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ পরিদর্শন চলবে। মূলত শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যাসাগরের আদর্শকে বিদ্যালয়ে প্রয়োগ করা এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রায় ৩২৪ টি উচ্চ বিদ্যালয় এবং ১১৮৭ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কিছু শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। এই পরিদর্শনের সময় সমস্ত বিদ্যালয় গুলিতে পঠন-পাঠন, পরিকাঠামো, মধ্যাহ্নকালীন আহার সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

 

এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সানি মিশ্র জানান, ‘আমাদের জয়েন্ট ইন্সপেকশন চলছে। এদিন আমরা সবমিলিয়ে সাতটি বিদ্যালয় পরিদর্শন করেছি। পরিদর্শনে মিড ডে মিলের পাশাপাশি পঠন-পাঠন, পরিকাঠামো সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শনে বেশ কিছু ভালো দিকে উঠে আসছে। আবার কোথায় কোথাও কিছু খামতি রয়েছে। ভালো দিক গুলোকে আরো ভালো ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনুপ্রেরণা দিচ্ছি। পাশাপাশি যেখানে খামতি রয়েছে, সেগুলো কিভাবে ওভারকাম করা যায় সে বিষয়ে পরামর্শ দিচ্ছি।’

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News