হাওড়ার মালিপাঁচঘড়ায় বাড়ির পাঁচিল ভেঙে জখম হলেন এক ব্যক্তি। শুক্রবার দুপুরে ওই ঘটনা ঘটে। মালিপাঁচঘড়া থানা এলাকার জয়বিবি ফাস্ট বাই লেনের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, পাঁচিলটি অনেক দিনের পুরনো।
পাঁচিলের গায়ে রাখা ছিল বালি, ইঁট, স্টোন চিপসের মতো ইমারতি দ্রব্য। বৃষ্টির কারণে পুরনো পাঁচিলটি নড়বড়ে হয়ে গিয়েছিল। তার উপর ইমারতি দ্রব্যের চাপ রাখতে না পেরে সেটি এদিন হুড়মুড়িয়ে ভেঙে যায়। এই দুর্ঘটনায় জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও ২টি বাইক এবং ১টি সাইকেল ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।